ভাস্তের বিয়ের জন্য বাবার বাড়ি যাচ্ছিলেন সফেদা খাতুন। তার আগেই পথেই হলো লাশ। বাবার বাড়ি যাওয়া হলোনা সফেদা খাতুনের(৫৫)।পথেই মোটরসাইকেল কেড়ে নিলে প্রাণ।
আজ রবিবার (১৪ আগষ্ট) সকালের দিকে গাংনী-হাটবোয়ালীয় সড়কের গোপালনগর বাজারের উপর চার রাস্তার মোড়ে রাস্তা পার হওয়ার সময় সফেদা খাতুনকে একটি মোটরসাইকেল চাপা দিলে মারাত্বক আহত হন তিনি। স্থানীয়রা আহত সফেদা খাতুনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা ২ টার দিকে মারা যান তিনি।
নিহত সফেদা খাতুন গোপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
গোপালনগর গ্রামের সাবেক ইউপি মেম্বর আযাদ পারিবারিব সূত্রের বরাত দিয়ে বলেন, সফেদা খাতুনের ভাস্তের বিয়ে। সকালের দিকে উঠে তড়িঘড়ি করেই তার বাবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। নিহতের ছোট ছেলে সজিব হোসেন তাকে মোটরসাইকেলে করে গোপালনগর মোড়ে রেখে চলে যান। সফেদা খাতুন ভ্যানে চড়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরাসাইকেল তাকে চাপা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্বক আহত হন তিনি। এসময় মোটরসাইকেল চালকও আহত হন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।