‘আসো আমরা পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন করি’ এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে যুব সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
যুবক মাহফুজ রাব্বি অনিকের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রিডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কন্যা-শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম ও দুই আমেরিকান নাগরিক।
মেহেরপুর জেলার ৮শত যুবক এ সমাবেশে অংশ গ্রহণ করেন। যুবদের মেহেরপুরের বিভিন্ন গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সমাজ ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন আনার দাবি করা হয় যুব সমাবেশ থেকে।
সমাবেশের আগে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
-নিজস্ব প্রতিনিধি