চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সোলেমান মালিথা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান। শুক্রবার সকাল ১০টার দিকে চরগোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সোলেমান মালিথা মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের মৃত আজিমউদ্দিন মালিথার ছেলে।
জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চরগোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।