মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) দুপুরে গাংনী উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় সরকারী বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তি, ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় পাক বাহিনী ৭ ই ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালায় এর সর্বশেষ পরিনতি ১৪ – ই ডিসেম্বর জাতির সুর্যসন্তান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম হত্যাযজ্ঞ চালায় স্বাধীনতা বিরোধী অপশক্তি । তারা ভেবেছিল জাতির মেধাবী মানুষগুলোকে মেরে ফেললে এই জাতি ধবংশ হয়ে যাবে । কিন্তু তারা আমাদেরকে শেষ করতে পারেনি । বক্তারা আরো বলেন, আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি । স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান ও তার পরিবারের সদস্য যারা দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির দ্বারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের জন্য দোয়া দোয়া কামনা করেন।