মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গাংনী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাংনী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ও সর্বস্তরের মানুষ।
রাত ১২ টা ১ মিনিট বাজার সাথে সাথে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল, গাংনী থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, গাংনী পৌর সভার পক্ষে কাউন্সিলরবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষে সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) এর গাংনী উপজেলা শাথার সভাপতি কেতাব আলী বিএসসি, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাকী, গাংনী উপজেলা যুবলগীগের পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সাধারণ জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বামন্দী অফিসের পক্ষে এএসআই ইছাহাক আলী, গাংনী প্রেসকক্লাবের পক্ষে সভাপতি ও সম্পাদক মাহবুব আলম, বংলাদেশ ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্র নেতা ইমরান হাবীব, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষে আব্দুল ওয়াদুদ, এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তুরের লোকজন শ্রদ্ধা জানান।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃ্ন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন।
বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। গাংনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষ শহীদ মিনারে প্রবেশ করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।