বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৪তম পালন করছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন। এসময় কেক কাটা, আলোচনা সভা ও দো’আ মোনাজাতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবীর উদ্দীন ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।