মেহেরপুরের গাংনী উপজেলার অভ্যন্তরীণ ও বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাদ্যগুদামের সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়।
ধান সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসার লাভলী খাতুনের সভাপতিত্বে এ ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হাসান সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছরে ৯ হাজার ২১ মে. ট. ধান কৃষকদের কাছ থেকে সরাসারি ক্রয় করা হবে।প্রতি কেজি ২৭টাকা দরে,প্রতি মন ধান ১হাজার ৮০ টাকা দরে ধানের দাম সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে।