গাংনী সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক ও সুশাসনের জন্য নাগরিক সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি সদ্য প্রয়াত আব্দুর রশিদের স্বরণ সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট পরিবারের পক্ষ থেকে আজ রবিবার (১০ নভেম্বর) বিকালে গাংনী ফুঁলকুড়ি মাধ্যমিক স্কুল মাঠে এই স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদের ঘনিষ্ট বন্ধু কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আক্তার হোসেন, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, মরহুমের সহপাঠি বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কেতাব আলী বিএসসি, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোরাদ হোসেন, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুমান বানু, আব্দুর রশিদের সরাসরি ছাত্র বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আব্দাল হক, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুক্তিযোদ্ধা আহমেদ আলী টেকনিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বকুল, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা আক্তার বানু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হক রানু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া সমন্বয়ক হেলাল উদ্দীন।
এসময় তার সহধর্মিনী ইভা রশিদ ও ছেলে সাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।
সুজনের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও করমদি ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় সমাপনি বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম।
স্বরণ সভায় আলোচকবৃন্দ সহকারি অধ্যাপক আব্দুর রশিদের জীবনীর উপর নানা তথ্য উপাত্য তুলে ধরে বলেন আব্দুর রশিদের মৃত্যুতে গাংনী উপজেলাবাসি একজন সৎ নিষ্ঠাবান সমাজ সংস্কারক ও শিক্ষাবিদকে হারিয়েছেন। সমাজের বিভিন্ন অসংগতি অনাচার দূরিকরণে আব্দুর রশিদ স্বোচ্ছার ছিলেন। তিনি মানুষকে সততার দিকে আহবান জানাতেন।
উল্লেখ্য, গাংনী সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক (অবসরপ্রাপ্ত) সহকারি অধ্যাপক আব্দুর রশিদ গত ৩০ অক্টোবর বুধবার ভোর ৪টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।