মেহেরপুরের গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিববার বেলা ১১ টার সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরন সভায় সভাতিত্ব করেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারি উম্মে সালমা সংস্থার সফলতা উপস্থাপন করেন। গত বছরে ২৪টি পারিবারিক সমস্যা অভিযোগ পেলে ৮টি সমস্যার সমাধান করা হয়। দেন মোহর ও খোরপোষ আদায় হয়েছে ১ জনের কাছ থেকে। যার পরিমাণ এক লাখ ৮ হাজার টাকা, দুটি মামল স্থানিয়ভাবে সমাধান না হওয়ায় ২ টি মামলা আদালতে পাঠানো হয়েছে। নথিভুক্ত রয়েছে ১০ টি মামলা, চলমান রয়েছে ৪ টি মামলা। এসময় সদস্যদের মাধ্যমেও ৫ টি বাল্যবিবাহ বন্ধ,১২ টি দাম্পত্য কলহ নিরসন, দুটি মামলায় ৮০ হাজার টাকা দেনমোহর ও খোরপোষ আদায় করা হয়েছে, জমি সংক্রান্ত মিমাংসা করা হয়েছে ৪ টি, সামাজিক কলহ নিরসন করা হয়েছে ৪ টি, যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন হয়েছে ৪ টি ও বিবাহ রেজিস্ট্রি করা হয়েছে ১ টি।
একজন নারীকে দেনমহর আদায় করে দেন। অবহিত করন সভায় গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।