মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ সাত জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
গত বুধবার রাতে গাংনী থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন নারী আসামিও রয়েছে।
এরা হচ্ছে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গাংনী উপজেলার বড় বামন্দি গ্রামের আঃ লতিফের ছেলে শাহিন (৩৫) ও সহড়াতলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বাবুর আলী (৪০)।
অন্যান্য মামলার আসামিরা হচ্ছে উপজেলার শালদহ গ্রামের নইমুদ্দিন এর ছেলে আলিমুদ্দিন (৩৫) ও তার স্ত্রী রিনা বেগম (২৫), তেরাইল গ্রামের আঃ রশিদের ছেলে আনিসুর রহমান (৪০), গরীবপুর গ্রামের নুরুল হুদার ছেলে আব্বাসউদ্দিন (৪৫) এবং কাজিপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে আঃ আজিজ (৬৫)।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহীন ও বাবর আলীর অনুপুস্থিতিতে বিজ্ঞ আদালত তাদেরকে তিন বছরের সাজা প্রদান করেন। সে থেকেই তারা পলাতক ছিল। তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের অভিযান দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।