মেহেরপুরের গাংনী থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিমুল আলীকে আটক করেছে ডিবি পুলিশ। এস আই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে গাংনীর বামুন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।
আসামী শিমুল আলী গাংনীর নিশিপুর গ্রামের আহসান আলীর ছেলে। গাংনী থানার সিজিআর মামলায় তার ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয় আদালত। এছাড়াও হত্যা, মাদক, মারামারির অভিযোগে আরও ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মেপ্র/এমএফআর