সার বোঝায় দ্রুতগতির একটি ট্রাক ও চাউল বোঝায় একটি নাটা হাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়েছে। আজ রবিবার সন্ধ্যায় গাংনীর কাঁথুলী সড়কের নওপাড়া গ্রামে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
স্থানীয়রা জানান, রাফিউল এন্টার প্রাইজ নামক একটি ট্রাক যার নম্বর ঝিনাইদহ ট- ১১-৫৫২ কুষ্টিয়া থেকে ৪২৯ বস্তা রাসায়নিক সার নিয়ে গাংনীর কাথুলী সড়ক হয়ে মেহেরপুরে যাচ্ছিল। একই সাথে একটি নাটা হাম্বার গাড়ি গাংনীর খাদ্য গুদাম থেকে ১৩০ বস্তা চাউল ভর্তি করে গাড়াবাড়িয়ার দিকে যাচ্ছিল। দুটি গাড়ি নপারা বাজারের সন্নিকটে পোছালে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি রাস্তার উপরে উল্টে যায় এবং নাটা হাম্বার গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
রাস্তার উপরে ট্রাক উল্টে পড়ে থাকায় চরম যানজট সৃষ্টি হয়। নাটা হাম্বার ও ট্রাকের চালক পালিয়ে যাই। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
লাটা হাম্বারের চালক গাড়াবাড়িয়া গ্রামের আতাহারের ছেলে ইলিয়াস হোসেন জানান, তিনি গাংনী খাদ্য গুদাম থেকে চাল ভর্তি করে গাড়াবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন এসময় দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে তার গাড়ি খাদে পড়ে যায়।
ট্রাকের চালক মেহেরপুর রায়পুর খন্দকার পাড়ার ফজলুর ছেলে সাব্বির জানান,তিনি কুষ্টিয়া থেকে সার নিয়ে মেহেরপুরে যাচ্ছিলেন। নওপাড়া বাজারে পৌঁছালে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি আরো জানান ট্রাকটি উল্টে গিয়ে সারের সমস্ত বস্তা রাস্তায় পড়ে গেলেও তার কোন ক্ষয়ক্ষতি হয়নি।