মেহেরপুরের গাংনীতে প্রণোদনার আওতায় সাড়ে ১১ শ প্রান্তিক কৃষক পেলেন রোপা আমন ধানের বীজ ও সার।
২০২৪/২৫ অর্থ বছর রোপা আমন মৌসুম কর্মসুচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ ( মোট সাড়ে ৫ মেট্রিকটন) ১০ কেজি করে ডিএপি ( ১১ মেট্রিকটন) ও ১০ কেজি করে এমওপি (১১ মেট্রিকটন) সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো: ফারুক হাসান।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
এ সময় সরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।