মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ভ্যান উল্টে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সকলেই গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।
আহতরা হলেন, মাইলমারী গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বী হক, ফাহিম হোসেন, ফাইজা খাতুন, রিতু এবং ভ্যানচালক উজ্জ্বল হোসেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।