মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরের অদূরে পিকআপ ও মাটিবাহী ট্রাক্টরের মধ্যে মখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পিকআপের চালক ও হেলপারসহ দুজন আহত হয়েছে।
গতকাল শনিবার বিকেলের দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দী কিবরিয়া ফিরিং ষ্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজার পাড়ার আব্দুল মজিদের ছেলে আসিফ হোসেন(২৪) ও একই জেলার মীরপুর উপজেলার সদরপুর গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত হাতেম মোল্লার ছেলে পিকআপ চালক হেলাল উদ্দীন (২৮)।
স্থানীয়রা জানান, গাংনীর ওলিনগর গ্রামের দিক থেকে একটি মাটিবাহী ট্রাক্টর বামন্দীর দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি বামন্দী কিবরিয়া তেল পাম্পের সামনে পৌছালে কুষ্টিয়ার দিক থেকে আসা মালবাহী অপর একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় পিকআপের চালক হেলাল ও হেলপার আসিফ মারাত্মক আহত হয়। চালক হেলাল উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে মাটিবাহী ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছ্।ে
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।