মেহেরপুরের গাংনী উপজেলার গোপাল নগর গ্রামে অবৈধ বাধ দিয়ে মাছ শিকার করায় দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১৬টি বাঁধ অপসারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডিতদের কাছ থেকে ৬ হাজার টাকা আদায় করা হয়েছে। এরা হচ্ছেন গোপাল নগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল হালিম (২৭) ও আবুল কালামের ছেলে বদিউজ্জামান (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত জানায়, দন্ডিতরা বেশকিছুদিন যাবৎ ওই খালে ১৬ টি স্থানে বাঁধ দিয়ে মাছ শিকার করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শত বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছিল এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী অভিযান চালান। এসময় বাঁধ মালিকরা তাদের দোষ স্বীকার করলে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারায় উভয়কে ৬ হাজার টাকা দন্ড প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারি বর্ষনের ফলে গোপালনগর ও চেংগাড়া মাঠের নিচু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফসলহানি হয় কয়েকশ বিঘা জমির। স্থানীয়রা সমস্যা তুলে ধরে উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসন বাঁধ অপসারনের উদ্যোগ গ্রহন করেন। এ সময় মৎস সম্প্রসারণ অধিদপ্তরের প্রীতম চৌধুরী। গাংনী থানা পুলিশর একটি টিম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।