মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া বাসষন্ট্যান্ড থেকে ৩শ, বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উপজেলার চেংগাড়া বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামের হযরত আলির ছেলে মোঃ জাহিদ(২৭) হাসান ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মল্লিকের ছেলে আনোয়ার হোসেন(৩১)। আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে প্রকাশ, পাবনা র্যাব ক্যাম্পের বিশেষ অভিযানে র্যাবের কর্মকর্তা সামিউল হক শিপনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের চেংগাড়া বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে ৩শ’ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে তাদের গাংনী থানায় সোপর্দ করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেপ্র/ইএম