মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গাংনী উপজেলার সহড়তলা গ্রামের মধ্যো পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে মো: মাসুম রানা (২২), একই গ্রামের পূর্ব পাড়ার মো: মখলেছুর রহমানের ছেলে আলিফ আল হাসান (১৯) ও মকলেচুর রহমানের ছেলে মো: হৃদয় তানভীর (২০)।
গাংনী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই হান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও একটি লাল হিরো হোন্ডা মোটরসাইকেল সহ তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির উদ্দেশ্যে রাস্তায় অপেক্ষা করছিল। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হবে।
গাংনী প্রতিনিধি