মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদোগে ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করী দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর প্রেরিত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর বারটার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসনের তত্ববধানে গাংনী উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস বিতরণ কাজ বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মস্তফা জামান, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রমুখ।
প্রতিটি পরিবারের জন্য চাল,ডাল, আলু তেল, লবন, চিনি, সেমাই, ইত্যাদি।
বিভিন্ন সময় ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন অনেক দরিদ্র মানুষ।
ওই সকল আবেদনকারি ১৭০ জনকে এ খাদ্য উপহার প্রদান করা হয়।
খাদ্য উপহার নিতে আসা বয়োবৃদ্ধ আবু জাফর বলেন, লকডাউনের সময় আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি। অবশেষে একজনের সহায়তায় আমাকে ৩৩৩ নাম্বারে ফোন দিয়ে খাবার চাইতে হয়। পরে আজ আমাকে উক্ত মোবাইলে কল করে এখানে ডেকে নিযে এক বস্তা খাদ্য সামগ্রী দিয়ে এক অফিসার বলেন আপনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনন্দের সাথে ঈদ করতে খাবার পাঠিয়েছেন। আমি অনেক ধন্যবাদ জানায় শেখ হাসিনা সরকারকে। আমার মত অনেকেই খাবার চেয়ে ৩৩৩ নাম্বারে ফোন দিয়ে সহায়তা চেয়ে এখানে এসছেন।
৩৩৩ নাম্বার আমাদের মত অসহায় মানুষের জন্য সব সময় পাশে থাকলে আমরা না খেয়ে থাকবোনা বলে জানান আরজিয়া খাতুন।
মেহেরপুর জেলা প্রশাসক ডা.মুনসুর আলম খান বলেন, দরিদ্র মানুষ যেন কোনভাবেই না খেয়ে থাকে সে জন্যই বর্তমান সরকার ৩৩৩ নাম্বার চালু করেছেন। এপর্যন্ত যারা আবেদন করেছেন তাদের কেই বাদ যায়নি খাদ্য সহায়তা চেয়ে। এ উদ্যোগ একটি দেশের দরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় উদ্যোগ।