মেহেরপুরের গাংনী উপজেলার চেংগারা (ডাক্তারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ গ্রাম গাঁজাসহ দুই আসামীকে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার রাত ১১ টার দিকে মেহেরপুর র্যাব ক্যাম্পের কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং নগদ ৪২০০/- (চার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চেংগারা ডাক্তারপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মো: আলমগীর(৩২) এবং একই এলাকার মো: মহাব্বত আলীর ছেলে মো: আরিফুল ইসলাম (২২)। এসময় তাদের কাছে থেকে ২টি মোবাইলসহ নগদ ৪২০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।