গাংনী উপজেলার খাসমহল সীমান্ত থেকে ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। ভারতীয় সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৮/১ এস এর নিকটবর্তি বাংলাদেশের অভ্যন্তরের একটি পুকুরের মধ্যে থেকে কসটেপ মোড়ানো এই বোমা বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দিবাগত (১০ জুন) রাত ১১ টার দিকে এই বোমা উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি টীম।
আজ শনিবার (১১ জুন) দুপুরের দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খাসমহল গ্রামের আব্দুল হান্নানের একটি পরিত্যক্ত পুকুরে লালটেপ মোড়ানো বোমাগুলো প্রথমে বিজিবি সদস্যরা দেখে থানা পুলিশকে খবর দেন। পরে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আযম ও তার সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে এগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখা হয়। এলাকায় আতংক তৈরী করতে কোনো দুস্কৃতিকারীরা এ গুলো রেখে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ওই এলাকায় দুটি পক্ষ বিবাদে জড়িয়ে উত্তেজনা তৈরী করেছেন। কোনো পক্ষ প্রতিপক্ষদের ফাঁসাতে এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি আব্দুর রাজ্জাক দুপুরেই এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি।