র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে ৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নিহাজ মন্ডল (৫০) কে আটক করেছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকালে গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নিহাজ মন্ডল গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামের কাদের মন্ডেল ছেলে।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আল বান্নার নেতৃৃত্বে এ অভিযান চালান র্যাবের আভিযানিক দলটি।
র্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের কমান্ডার তারেক আল বান্না বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রাম এলাকায় মাদক কারবারীরা নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি অভিযান চালায়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।