মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট থেকে ৮০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ঝোড়াঘাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো বাওট গ্রামের কাবরান আলির ছেলে হাসিব (২৯)।
গাংনী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কল্যানপুর ফুসিরডোর মাঠ এলাকায় পরিত্যাক্ত ইটভাটার সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি ওবাইদুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হবে।
গাংনী প্রতিনিধি