গাংনী উপজেলার সাহারবাটিতে কাজলা নদীতে আড়া-আড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করার অপরাধে আবুল খায়ের নামের এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত আবুল খায়ের সাহারবাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) নুর-ই-আলম সিদ্দিকী কাজলা নদীতে উপস্থিত হয়ে এ রায় প্রদান করেন।
বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী বাঁধ অপসারণ ও অর্থদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানান,কাজলা নদীদে বাঁধ দিয়ে মাছ শিকার করায় এ অঞ্চলের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ে। এবং অনেক জমির আবাদ পানির নিচে তলিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কাজলা নদীতে অভিযান চালিয়ে বাঁধ অপসারণসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে অন্যান্য বাঁধ মালিকদের বাঁধ অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।
গাংনীতে ডায়াগনষ্টিক সেন্টারের মালিকের হাতে হাসপাতালের চিকিৎসক লাঞ্চিত