গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১১ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের বিশেষ এ সভায় গৃহীত ২০২৪-২৫ অর্থবছরের চুড়ান্ত প্রস্তাব,আলোচনা ও সিন্ধান্ত গ্রহন করেন।
এ সভায় ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে কাথুলী ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখার আহমেদ, সহকারী সচিব আসলাম হোসেন, ১নং ওয়ার্ড কাথুলী ইউ পি সদস্য বাবুল হোসেন,২ নং ওয়ার্ড গাড়াবাড়ীয়া ইউ পি সদস্য জিনারুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সহগলপুর ইউ পি সদস্য আশরাফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড রামকৃষ্ণ পুর ধলা ইউপি সদস্য আনারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড রাধাগোবিন্দপুর ধলা ইউপি সদস্য ফারুক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড খাসমহল ইউপি সদস্য হুসাইন মোহাম্মদ, ৭নম্বর ওয়ার্ড লক্ষীনারায়নপুর ধলা ইউপি সদস্য আজমাইন হোসেন, ৮ নম্বর ওয়ার্ড মাইলমারী ইউপি সদস্য কাবের আলী, ৯ নম্বর ওয়ার্ড নওপাড়া ইউপি সদস্য আনারুল ইসলাম সহ সুশীল সমাজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকসহ বিভিন্ন পেশা পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখার আহমেদ ২০২৪-২৫ বাজেট ঘোষনায় সকলের উপস্থিতে জানান ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের আয়ব্যায় ধরে একবছরের বাজেট প্রনয়ন হয়েছে ১,৫০,৯৭,৫০০(এক কোটি পঞ্চাশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত টাকা মাত্র) আইন-২০০৯ এর ভিত্তিতে অত্র ইউনিয়ন রেইট,ট্যাক্স, টোল, ব্যবসা-বাণিজ্য, সিনেমা নাটক ইত্যাদি প্রমোদ মূলক অনুষ্ঠানমালা ট্রেড লাইসেন্স পারমিট ইত্যাদির উপর ধার্য করা হয়েছে।
পরিশেষে সভার সভাপতি কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা সকলের উদ্দেশ্য জানান, আমি সহ আমার মেম্বার বৃন্দ সকলে আপনাদের সেবক হিসেবে ৫ বছরের জন্য দায়িত্ব নিয়েছি। আপনাদের সঠিক মাত্রায় সেবা পৌছে দেওয়া আমাদের যেমন দায়িত্ব তেমনি এ দেশের নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব কর্তব্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী দিনের ইউনিয়ন পরিষদের সকল প্রকার কাজে আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন বলেই সভার সমাপ্তি ঘোষনা করেন।