গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে বছরের প্রথম দিনেই বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে সকল শ্রনীর ছাত্র ছাত্রীদের হাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বই তুলে দিয়েছেন। যা একটি উৎসবে পরিনত হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম। সঞ্চালনা করেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান রেজা সহ উপস্থিত ছিলেন কুতুব্বর স্কুল এন্ড কলেজের সকল সরকারি শিক্ষক ও প্রভাষক বৃন্দ। এ সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জিনার উপস্থিতি তে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান রেজা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে বছরের প্রথম দিনে এক যোগে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। যার ফলে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়া শোনা করার সুযোগ পেয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ।
এ বিষয়ে কুতুবপুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মিফতিয়া জান্নাত বলেন বছরের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বই পেয়ে আমরা অনেক খুশি। এই বই পেয়ে আমরা সকল বন্ধুরা মিলে একসাথে লেখাপড়া শুরু করতে পারবো। এবং আমার ক্লাসের সকলে মিলে পড়ায় মনোযোগ দিতে পারবো। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বই না দিলে হয়তো আমরা সবাই একসাথে লেখাপড়া করতে পারতাম না কারন সবার বই বই কেনার সামর্থ নেই। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ।
এ পর্যায়ে সকল ছাত্র ছাত্রী নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মুখরিত করে তোলে কুতুবপুর স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস যা উৎসবে পরিনত হয়েছে।