স্ত্রীর ওপর হামলার প্রতিবাদ করায় স্বামী রাসেল ও তার বড় ভাই সজল কে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে ইউসুফ আলী নামের এক ব্যাক্তি।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। আহত রাসেল(৩৫) ও সজল(৪৩) ওই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে চাদপুর গ্রামের রাসেলের স্ত্রী মৌসুমী খাতুনকে রাস্তায় ডেকে নিয়ে বাশের লাঠি দিয়ে মারধর করে স্থানী ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে ইউসুব। এসময় মৌসুমী অজ্ঞান হয়ে পড়লে তার পরিবারের লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৌসুমীর ওপর হামলার ঘটনা তার স্বামীর লোকজন জানতে পেরে ইউসুবকে বিষয়টি জানতে গেলে রাসেল ও তার বড় ভাই সজল কে রামদা ও ফলা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা ইউসুবকে ধাওয়া করলে ইউসুব পালিয়ে যায়। পরে রাসেল ও সজলকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় ইউসুব আলীকেও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার লোকজন।
স্থানীয়রা আরো জানায়, ইউসুব এলাকার একজন দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। তাকে দেখে এলাকার মানুষ আতংকে থাকে। মাঝে মধ্যেই এলাকার মানুষকে মারধর করে। ভয়ে তার বিরুদ্ধে কেউ আইনগত ব্যবস্থা নিতে সাহস করেনা।
ইউসুব আলী জানায়, আমি পারিবারিক সমস্যায় আছি। আমার স্ত্রীকে নানা কথা লাগিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে। আমি বিষয়টি জানতে চাইলে রাসেলের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তাই তাকে ধাক্কা দিয়ে বাড়ি চলে যেতে বলেছিলাম। এনিয়েই তার স্মামীর লোকজন এসে আমাকে মারধর করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এঘটনা জানতে পেরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।