গাংনী উপজেলার ছাতিয়ান-কামারখালি মাঠে গরু বহনকারী গাড়ির গতি রোধ করে গরুর ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে।
সংঘবদ্ধ ছিনতাইকারীরা গরু ব্যাপারীর কাছ থেকে প্রায় ৩৮ হাজার ৫০০ হাজার টাকাসহ কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে।
কামারখালি গ্রামের গরু ব্যাপারি মিনারুল ইসলামের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও গরু বহণকারী গাড়ি চালক ফরজ আলীর কাছ থেকে ৩৫ শ টাকা, এছাড়া চকলেট আলীসহ কয়েকজনের পথচারির নিকট থেকে টাকা ছিনতাই করেছে।
গাড়ি চালক ফরজ আলী জানান, রাত সাড়ে ৯ টার দিকে ছাতিয়ান থেকে কামারখালি গ্রামে যাওয়ার রাস্তায় মাঠের মাঝখানে পৌছানো মাত্র ১০/১৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারীরা আমাদের গাড়ির গতিরোধ করে।
এক পর্যায়ে আমাদের ধারালো অস্তের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তিনি বলেন বিভিন্নভাবে সোর্স লাগিয়ে ছিনতাইকারীদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।