ভর্তুকী মূল্যে গাংনী উপজেলার পৃথক এলাকার তিন কৃষক পেলেন সরকারের দেয়া কৃষি যন্ত্রপাতি। এরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের শুকুর আলী, চিৎলা গ্রামের আব্দুল্লাহ আবু সায়ীদ ও ধর্মচাকী গ্রামের আবুল কাশেম।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে ভর্তুকী মূল্যে এই তিন কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতির চাবী তুলে দেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেন।
২০২১-২০২২ অর্থ বছরে “সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকী করণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় ৩ জন চাষীর মাঝে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সামসুল আলম, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের প্রতিনিধি আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবেদীন ইকুইপ্টমেন্ট লি: এর মার্কেটিং অফিসার মিনারুল ইসলাম, জাতীয়পার্টি জেপি জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
উল্লেখ্য, ৩৪ লক্ষ ৮০ হাজার টাকা মুল্যের ধান কাটা মাড়াই কৃষি যন্ত্রপাতিটি কৃষকদের মাঝে ১৯ লক্ষ ৩০ হাজার টাকায় সরকারীভাবে প্রদান করা হলো। প্রতিটি কৃষকদের জন্য সরকারী সাড়ে ১৫ লাখ টাকা ভর্তূকী প্রদান করছে।
জানা গেছে, চলতি মৌসুমে এ প্রকল্পের আওতায় মেহেরপুর জেলায় মোট ৭ টি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।