মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকা থেকে ১ হাজার ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বুধবার সকাল ৭টার দিকে তেঁতুলবাড়িয়া সীমান্ত ক্যাম্পের হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসছে। সে অনুযায়ী আমরা টহল জোরদার করি।
সকাল ৭টার দিকে তেঁতুলবাড়িয়া রাস্তার উপরে একটি আলগামন দেখে সেখানে তল্লাশি চালিয়ে করে ১ হাজার ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
-গাংনী প্রতিনিধি