মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়ায় পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে সমৃদ্ধি কর্মসুচির স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী তেঁতুলবাড়ীয়ায় পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির (পিএসকেএস) উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে গাইনী, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ক্যাম্পে ইউনিয়নের ৪১ জন গাইনী, ৬১ জন মেডিসিন এবং ১৮৯ জন চক্ষু রোগীসহ ২৯১ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মকর্তা, এসডিও, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারি মোঃ জামিদুল ইসলাম, পিএসকেএসের সভাপতি রমজান আলী স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন।