গাংনীর রাধাগোবিন্দপুর ধলা গ্রামে ‘মুজিব বর্ষের আহব্বান তিনটি করে গাছ লাগান’ এই স্লোগান কে সামনে রেখে মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
তিনি জানান, মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা ব্যাপী মসজিদ মাদ্রাসা, বাগান, রাস্তার পাশে, পার্কে সহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৫০,০০০ হাজার বৃক্ষ রোপণ করতে সক্ষম হয়েছি। সেই পরিপ্রক্ষিতে রাধাগোবিন্দপুর ধলাতে ৭০০ ফলজ বনজ ঔষধি গাছ বৃক্ষরোপণ অভিজান।
এবং মুজিব বর্ষতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে ধন্যবাদ যারা আমার সাথে যারা বৃক্ষ রোপণ কর্মসূচি গুলোকে সাফল্যে করতে সহযোগিতা করে আসছেন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আবুল কালাম মেম্বার সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।