মেহেরপুরের গাংনী ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ে দশ লাখ টাকা তিন কক্ষ বিশিষ্ট ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেহেরপুর – ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকা ব্যয়ে দুটি শ্রেনী কক্ষ ও একটি কমন রুম হিসেবে ব্যবহারের জন্য তিন কক্ষ বিশিষ্ট টিনশেডের ঘর তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রোকনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাসুর রহমান বাবু, ইউপি সদস্য বশির আহমেদ এসময় উপস্থিত ছিলেন।