মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম করেছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা রাতে ঐ গ্রামের সাইফুন মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক ঐ গ্রামের আবুল কালামের ছেলে আরফান (৩২)।
আহতের পরিবার সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার সময় আহত আরফানের জমজ দুই মেয়ে প্রতিবেশি আদম এর বাড়ির উপর দিয়ে নিজেদের বাড়ি ফিরছিল।
এমন সময় আদমের ১০ বছর বয়সি এক মেয়ে জমজ দুই বোনকে ভুতের ভয় দেখালে তারা আতংকিত হয়ে তারা তার মাকে জানালে তাদের মা ঐ মেয়েকে বারণ করে।
এতে করে ঐ মেয়ের মা আদমের স্ত্রী কল্পনা খারাপ ভাষায় কথা বললে আহত আরফানের স্ত্রীর সাথে বাকবিতন্ডা শুরু হয়। তাদের বাকবিতন্ডার কথা শুনে উত্তেজিত হয়ে আদম ছুটে এসে আরফানের স্ত্রীকে মারধর শুরু করে।
এ সময় আরফান প্রতিবাদ করতে গেলে আদম সহ তার ছোটভাই কদম আদমের স্ত্রী কদম বাঁশ, লাঠি ও ইট দিয়ে আরফানকে আঘাত করে। এতে আরফানের গোপনাঙ্গে মারাত্মক ভাবে আঘাত পায়।
পরে আরফানের পরিবার তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহতর পরিবারের লোকজন গাংনী থানায় অভিযোগ করবেন বলে সাংবাদিকদের জানান।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
-গাংনী প্রতিনিধি