মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
আহত কামরুল ইসলাম পিরতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। আহত কামরুল ইসলাম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
রোববার বিকালে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গিয়ে হামলার শিকার হন তিনি। হামলাকারী তারই চাচাত ভাই আমিরুল ইসলাম।
কামরুল ইসলামের শ্যালক স্থানীয় কৃষকলীগ নেতা সোহেল রানা জানান, আমার ভগ্নিপতির চাচা নুহু’র কোনো সন্তান নেই। কামরুল ইসলামকে ছোট বেলা থেকে বড় করেছেন। কামরুলের বাড়ির পাশে ওই নি:সন্তান চাচার ৩ শতক জমি আছে। সেই জমিটিতে কামরুলকে গাছ লাগানোর অনুমতি দেন। সেই জমিতে গাছ লাগাতে গেলে আমিরুল ইসলাম আমার ভগ্নিপতিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
পরিবারের লোকজন কামরুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এব্যাপারে কামরুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি এজাহার দায়ের করেছেন।