রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য এবং অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে গাংনীর পৃথক তিনটি স্থানে পথ নাটক “আহবান” মঞ্চস্থ করা হয়েছে।
গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কাজিপুর ইউনিয়নের কাজিপুর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে এই পথ নাটক মঞ্চস্থ করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় পিস ফ্যাসিলেলেটর গ্রুপ (পিএফজি) স্থানীয় কমিটি এই পথ নাটকের আয়োজন করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য দল “সুন্দরবন থিয়েটারের” পরিবেশনায় নাট্য নির্দেশক রাহুল প্রসাদ দাশের নির্দেশনায় পথ নাটক আহবানে অভিনয় করেন, মেরাজুল ইসলাম হৃদয়, ফারজানা উর্মি, সুশান্ত বৈরাগী, হিরা বিশ্বাস, শিউলি মন্ডল ও মাসুম খান শুভ।
এসময় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন, কাথুলি ইউনিয়ন সমন্বয়কারী আবুল বাশার, কাজিপুর ইউনিয়ন সমন্বয়কারী রোকনুজ্জামান, ষোলটাকা ইউনিয়ন সমন্বয়কারী আসাদুজ্জামান আসাদ। পথ নাটক শেষে দর্শকদের জন্য কুইজ প্রতিযোগীতার আয়োজন ছিল। এদের মধ্যে থেকে প্রতিটি স্থানে তিনজনকে পুরুস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য সাংবাদিক জুলফিকার আলী কানন, কাথুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ভাবিরন নেছা, কাজিপুর পিএফজির সদস্য আফরোজা আক্তার বানু, কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি শাহআলম শাহাব, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদী, কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক তানজুমান হক, ষোলটাকার বানিয়াপুকুরে অনুষ্ঠিত মঞ্চে উপস্থিত ছিলেন, এফজি সমন্বয়ক রফিকুল ইসলাম বকুল, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন ভিডিটির সভাপতি নারী নেত্রী আম্বিয়া খাতুন। পথ নাটকে এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।