গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সুন্নাত মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বামুন্দি ইউনিয়ন পরিষদ হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্য মরহুম সুন্নাত মোল্লার স্মুতিচারণ মুলক বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। এসময় ইউপি সদস্যবৃন্দ,ইউপি সচিব মনিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বামুন্দি জামে মসজিদের ঈমাম মওঃ কিতাব আলী।
উল্লেখঃ গত ২৮ মার্চ অসুস্থতা জনীত কারনে ইউপি সদস্য সুন্নত মোল্লা ইন্তোকাল করেন। এসময় তার বয়স হয়েছিল ৭০ বছর।