মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারনে আখেরুজ্জামান নামের এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উক্ত শিক্ষক গাংনীর বামুন্দি নিশিপুর স্কুল এ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা চলাকালীণ সময়ে জনৈক পরীক্ষার্থীকে সহযোগীতা মুলক আচরনের অপরাধ পরিলক্ষিত হয়।
এসমসয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বিষয়টি টের পেরে কয়েকবার সতর্ক বার্তা দেন। শিক্ষক আখেরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসারের নিষেধ না মেনে পুনরায় পরীক্ষার্থীর কাছাকাছি গেলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় হয়।
বামুন্দি নিশিপুর স্কুল এ্যান্ড কলেজের দায়িত্বরত কেন্দ্র সচিব আব্দুল হাদি জানান, অনেক বয়স্ক মানুষ হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারছিলেন না। তাই তাকে অব্যাহতি দেয়ার বিষয়ে বলা হয়েছে।
এব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার বলেন, আমি বিষয়টি অবগত নই। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার যে স্দ্ধিান্ত দিবেন সেমতে ব্যাবস্থা নেয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, শিক্ষক আখেরুজ্জামানকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
মেপ্র/আরজেএম