গাংনী উপজেলার ঝোড়াঘাট সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর সড়কের পরিত্যক্ত ইটভাটার সামনে ছিনতাইয়ের চেষ্টার এ ঘটনা ঘটনা ঘটে।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
অন্যদিকে,একই রাতে বামন্দী দেবীপুর সড়কেও ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা।
তবে পুলিশ সূত্র জানায়, ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঝোড়াঘাট-কল্যাণপুর সড়কে একটি চক্র বসে আছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে যায়। পরে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। একই ঘটনা ঘটে দেবিপুর সড়কে। তিনি আরও বলেছেন, এঘটনার পর পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।