গাংনীর ভাটপাড়া আবাসন থেকে নারী মাদক ব্যবসায়ী আটক

গাংনী উপজেলার ভাটপাড়া আাবাসন থেকে ১ কেজি গাঁজাসহ সাহিদা খাতুন (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশের একটি টীম।

আটককৃত নারী মাদক ব্যবসায়ী আবাসনের চিহ্নিত মাদক সম্রাট ইমাদুল হকের স্ত্রী। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটক করা হয়।

অভিযান পরিচলনায় নেতৃত্বদানকারী গাংনী থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, ভাটপাড়া ডিসি ইকোপার্ক সংলগ্ন আবাসনের মধ্যে ইমাদুল হকের বাড়িতে মাদক কেনা বেচা চলছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পলিয়ে যায়। আটক করা হয় ইমাদুল হকের স্ত্রী সাহিদা খাতুনকে। তার ঘর তল্লাশী করে ঘরের আড়াই রাখা একটি ব্যগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানায়, ১কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। ওই নারীর স্বামী ইমাদুল কে মাদক সহ একাধিকবার আটক করে আদালতে সোপর্দ করা হলে একাধিক মাদক মামলা রয়েছে। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে ইমাদুল। তার স্ত্রী ও মাদক ব্যবসায়ী। তাকেও মামলা সহ আদালত প্রেরণ করা হবে।