মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির ঘরের তালা ভেঙে অটোরিক্সা চুরি হয়েছে ।
মঙ্গলবার মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তালা ভেঙে অটোরিকশা চুরি করে নিয়ে যাই। অটোরিকশা মালিক নাজমুল হোসেন ভাটপাড়া গ্রামের আনারুল চৌধুরীর ছেলে।
অটোরিকশা মালিক নাজমুল হোসেন জানান, প্রতিদিন সকালে অটো রিক্সা নিয়ে বের হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরে অটোরিকশার তালা লাগানো হয়।আজকেও রাতে অটোরিকশা তালা লাগানোর পর বাড়ির গেটে তালা লাগিয়ে ছিলাম। বুধবার সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি বাড়িতে অটোরিকশা নেই। বসত বাড়ির গেটে তালা ভাঙ্গা। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিক্সার সন্ধান মেলেনি। অটোরিক্সার চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারকে অসহায় হয়ে পড়েছে।
গ্রামবাসীরা জানান, ভাটপাড়া গ্রামের মাঝেমধ্যেই অটো রিক্সা, ভ্যান, ছাগল, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটতেই আছে। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় গ্রামটিতে চুরির আতঙ্ক বিরাজ করছে । প্রশাসনের তৎপরতা বৃদ্ধি না করা হলে গ্রামে চুরির ঘটনা আরো বাড়বে বলে বলে মনে করেন স্থানীয়রা।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, চুরির ঘটনা কেউ জানায়নি। লিখিত ভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।