মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমরদহ স্কুলপাড়ার আজিজুলের বাড়ির পূর্ব পাশে করমদিগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও নগদ ৩ হাজার টাকাসহ রুবেল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
আজ রবিবার বিকাল পৌনে ৩টার দিকে মেহেরপুর র্যাব ক্যাম্পের কমাণ্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের ননেতৃত্বে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটক রুবেল হোসেন গাংনী উপজেলার সহরাতলা বাগানপাড়ার নজরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিেএকজন ব্যক্তি ভ্রমরদহ সস্কুলের পাশে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২০ বোতল ফেন্সিডিল, একটি অপ্পো মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।