হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় থাকার পরেও ঘর ভেঙ্গে দিয়ে একটি পক্ষ জমি দখল করেছে বলে অভিযোগ করেছে গোলাম কাউছার নামের এক ব্যক্তি। ঘটনাটি গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামে ঘটেছে।
ভূক্তভোগী গোলাম কাউছার বলেন, ১৯৯২ সালে সরকারের খাস খতিয়ানভূক্ত ৮ শতক জমি আমি বন্দোবস্ত নিয়েছি। সেখানে আমার ঘর থাকলেও গ্রামের একটি প্রভাবশালী গোষ্ঠি আমার সেই ঘর ভেঙ্গে দিয়ে দখল করে নিয়েছে।
মালশাদহ গ্রামের আজিজুল হক বুড়ো ও লিটন হোসেন এই জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ তোলেন গোলাম কাউছার।
গোলাম কাউছার বলেন, আমি বিএনপির স্থানীয় নেতা। আমার ৮ শতক জমি প্রতিপক্ষ প্রভাবশালী গোষ্ঠি দখল করে নিয়ে সেখানে ঘর বাড়ি ও একটি ক্লাব ঘর তৈরী করেছে। আমি তাদের বাঁধা দিতে গেলে হত্যাসহ নানাভাবে হুমকী ধামকী দেন।
এব্যাপারে আজিজুল হক বুড়োর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।