মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ময়না হার্ডওয়ার ও স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ বছর পূর্তি উপলক্ষে সেমিনার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে উপজেলার ভাটপাড়া ডিসি ইকো পার্কে র্যালী দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।
র্যালী শেষে সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভি।
ময়না হার্ডওয়ার ও স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধীকারি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মহাম্মদ আবু জাফর, অ্যাড. এ কে এম শফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দিন, গাংনী বাজার কমিটির সভাপতি মহিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান মানিক, মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু প্রমুখ।
এ সময় সকল টাইলস শ্রমিক, ইলেক্ট্রিক শ্রমিক, পানি ফিটিং শ্রমিক ও পেইন্ট শ্রমিকদের সমন্বয়ে এক মিলন মেলার পরিবেশ তৈরী হয়।
সেমিনার শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে শ্রমিকদের নিয়ে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-গাংনী প্রতিনিধি