রপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের এক গৃহবধুকে শ্লীলতা হানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধুর স্বামী স্বামী মহন।
গত রবিবার (০৩-১১-২০১৯) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি ও তার ভুওক্তোভোগি স্ত্রী।
এ সময় গৃহবধুর স্বামী মহন বাঁধা দিতে গেলে অভিযুক্ত সিরাজ তাকে কিল ঘুষি দিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ঘটনায় রাতেই গাংনী থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিবারের কথা শোনে।
এদিকে গৃহবধুর স্বামী সাংবাদিকদের আরও জানান, কাজের জন্য মাঝে মাঝে ফরিদপুর যাওয়া লাগে।
এই সুযোগকে কাজে লাগিয়ে সিরাজ তার স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা করে। অভিযুক্ত সিরাজ একই উপজেলার বাহাগুন্দা
গ্রামের হাফেজ এর ছেলে। সে অধিকাংশ সময় জুয়া খেলে সময় কাটায় বলে জানায় মহন।
এর আগেও সিরাজ ঐ গৃহবধুকে প্রায় উত্যোক্ত করে আসত।
বিষয়টি স্থানীয় মাতব্বর সালাউদ্দিনকে জানানো হলে অভিযুক্ত সিরাজকে কড়া ভাবে নিষেধ করা হয়। এর পর থেকেই সিরাজ আরও বেপরোয়া হয়ে ওঠে এবং
গৃহবধুর স্বামীকে মেরে ফেলা সহ গৃহবধুকে একা পেলে মুখে এসিড নিক্ষেপ করার হুমকি দিয়ে আসছে।
এদিকে এই ঘটনার পর থেকে পুলিশ সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালালে তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান জানান, আমরা অভিযোগকারির সাথে কথা বলে ঘটনাস্থল তদন্ত করছি এ বিষয়ে পরে বলা যাবে আসলে ঘটনাটা কি ঘটেছে।
গাংনী প্রতিনিধি