গাংনী উপজলার ৭নং সাহারবাটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠি ইকো-পার্কে জেলা ও উপজেলা কমিটির সিনিয়ন নেতৃবৃন্দরা আহবায়ক কমিটি ঘোষনা করেন।
এসময় ভাটপাড়া গ্রামের মোঃ সাজাহান আলী সভাপতি ও সাহারবাটি গ্রামের লাভলু হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন। এর আগে গাংনী উপজেলার ১ নং কাথুলী ইউনিয়ন মৎস্যজীবী লীগের ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।
এ ইউনিয়নে মধু মিয়া কে সভাপতি এবং নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় আসন্ন ইউপি নির্বাচনে সাহারবাটি ই্উনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মশিউর রহমান, গাংনী থানা মৎস্যজীবী লীগের সভাপতি আলম হোসেন, থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
কমিটি গঠন শেষে সিনিয়র নেতৃবৃন্দরা নব গঠিত সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিতদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচছা ও অভিনন্দন জানান।