গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি বাড়িতে বিষাক্ত গোখরা সাপ ও সাপের 36 টি ডিম উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার বিকালে স্থানীয়রা সাপ ও সাপের ডিম উদ্ধার করায় এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায় সাহারবাটি গ্রামের কেরামত আলীর বাড়ির একটি ঘরে সাপ দেখতে পাই বাড়ির লোকজন। সাপের দেখা পেয়ে প্রতিবেশীরা সেখানে সাপটিকে মেরে ফেলে।ঘর তল্লাশি করে ছত্রিশটি সাপের ডিম উদ্ধার করে। সাপের ডিম উদ্ধার হওয়া বাড়িটির বিভিন্ন গর্তে তল্লাশি করা হচ্ছে। স্থানীয়দের ধারণা এ বাড়ির আশেপাশে আরও ডিম ও সাপ থাকতে পারে।
বর্তমানে গ্রামের আশপাশের বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। কয়েকদিনের গুড়িগুড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে সাপ শুকনো জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে জানান গাংনী উপজেলা প্রাণিসম্পদ এর এক কর্মকর্তা। বাড়ির আশপাশঝোপঝাড় পরিষ্কার ও পানি জমে থাকা জায়গাগুলি পরিষ্কার রাখার আহ্বান জানান এই কর্মকর্তা।