গাংনীর সাহারবাটি জনকল্যাণ মূলক দাতব্য সংস্থার উদ্যোগে সাহারবাটি ক্লাব পাড়া থেকে গাড়াডোব রাস্তার নওদা পাড়ার মানুষের সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে।
আজ সোমবার সকালে স্বেচ্ছাসেবক মূলক সংগঠন দাতব্য সংস্থার সভাপতি শাহীনের নেতৃত্বে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় মানুষদের নিয়ে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত হয়ে পড়েন। রাস্তাটি জলাবদ্ধতা ও ভাঙাচোরা কারণে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।
স্থানীয় জনগণ ও পথচারীদের দুর্দশা দেখে স্বেচ্ছাসেবক মূলক সংগঠন দাতব্য সংস্থা তাদের নিজ অর্থায়নে রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দক ভরাট করে দেন।
এসময় সংগঠন টির সভাপতি শাহিনুজ্জামান ও অধ্যক্ষ বাবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের এই কর্মকাণ্ডে এলাকার সুধীমহল তাদের প্রতি কৃতজ্ঞতা সাধুবাদ জানিয়েছে।