গাংনীর হাড়াভাঙ্গাতে গৃহবধুর আত্মহত্যা

প্রবাসে জেল খেটে বাড়ি ফিরে দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ায় প্রথম স্ত্রী রোকেয়া খাতুন বীষপান করে আত্মহত্যা করেছে।

রোকেয়া খাতুন গাংনী উপজলার হাড়াভাঙ্গা গ্রামের মাসুদ রানার স্ত্রী।সে দুই সন্তানের জননী। বুধবার বিকালের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মাসুদ রানা ৪ বছর আগে সৌদী আরবে যান। বৈধ কাগজপত্র না থাকায় সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে দীর্ঘদিন যাবৎ জেল খাটেন। সে বাংলাদেশে এসে দ্বিতীয় স্ত্রী নারগীছ খাতুনের বাড়িতে ওঠেন। এতে অভিমানে প্রথম স্ত্রী রোকেয়া খাতুন নিজ বাড়িতে বীষপান করেন।

বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারী ক্লিনিতে নেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে মারা যান তিনি। স্থানীয়রা জানান, বিদেশ যাওয়ার আগে মাসুদ রানা নারগীছ খাতুনের সাথে পরোকীয়া করে দ্বিতীয় বিয়ে করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।