বিপ্লব হোসেন ও মিন্টু আলী নামের দুই ছাগল চোর সন্দেহে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে তাদের আটক গ্রামবাসি।
বিপ্লব হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর খয়ের আলীর ছেলে এবং মিন্টু আলী একই উপজেলার হারদী গ্রামের মাদার আলীর ছেলে।
আজ শনিবার (২৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে হাড়িয়াদহ গ্রামের রাস্তা থেকে ছাগল চোর সন্দেহে তাদের ধরে উওম মাধ্যম দেন ।
গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর বলেন, এ দুজন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তাদের গ্রামবাসি ছাগল চোর সন্দেহে ধরে মারধর করে। পরে গ্রামবাসি ৯৯৯ কল দিলে সেই কল পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
তিনি বলেন, গ্রামের রোকনুজ্জামান নামের একজনের ছাগল চুরির কথা বলা হলেও রোকন জানিয়েছেন এই ছাগল আমরা না। অনেক আগে আমার ছাগল চুরি হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে কোনো থানায় মামলা বাজিডি নেই। তাই তাদের বাবার কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।